১৩ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩৯

ভাঙ্গায় ছয় গুণীজনকে ‘তারেক মাসুদ সম্মাননা’ প্রদান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় ছয় গুণীজনকে ‘তারেক মাসুদ সম্মাননা’ প্রদান

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয় গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ভাঙ্গার তারেক মাসুদ ফাউন্ডেশন। আজ শুক্রবার বিকালে ভাঙ্গা পৌর সভার নূরপুর মহল্লার তারেক মাসুদের গ্রামের বাড়িতে এ অনুষ্ঠান হয়। 

সম্মাননা প্রাপ্তরা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন, মুক্তিযোদ্ধা ও ভাঙ্গার আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ওয়াদুদ, ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন। 

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ৬ ব্যক্তির মধ্যে কবি হাবিবুল্লাহ সিরাজী ব্যতীত ৫ জন উপস্থিত ছিলেন। হাবিবুল্লাহ সিরাজীর পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন লেখিকা সাদিয়া মাহজাবিন ইমাম। সম্মাননা প্রাপ্তদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ও উত্তরীয় পরানো হয়। এছাড়া এ অনুষ্ঠানে খ্যাতিমান লেখকদের নিয়ে ‘নির্বাচিত তারেক মাসুদ সংখ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।   

তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি ভাঙ্গা সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাঈদ মাসুদ। অনুভূতি বক্তব্য রাখেন মোরশেদুল ইসলামের সহধর্মীণী আলোকচিত্রী মুনিরা মোরশেদ মুন্নী, মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, কবি অরবিন্দু চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থাপন করেন মৃধা নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি প্রকাশ করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর