বরিশালের গৌরনদীতে প্রেমে বাঁধা দেয়ায় কীটনাশক পানে রূপা খানম (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যায় সে। রূপা ওই উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী এবং স্থানীয় বাউরগাতি গ্রামের আয়নাল ঘরামীর মেয়ে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই মো. আসাদুজ্জামান খান জানান, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ওই ছাত্রীর সঙ্গে সম্প্রতি স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তার পরিবারের সদস্যরা টের পেয়ে রূপার সহোদর বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী আজিজুল ঘরামীকে জানায়। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সিঙ্গাপুর প্রবাসী ভাই আজিজুর মুঠোফোনে তার বোন রূপাকে বকাঝকা করেন এবং ভালভাবে লেখাপড়া ও চলাফেরার নির্দেশ দেয়। এতে অভিমান করে ওইরাত দেড়টার দিকে রূপা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রূপার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই আসাদুজ্জামান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার