ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় ১৯টি উচ্চ বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সুপার মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অধ্যক্ষ ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক মো. শহীদুল হক, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, সুপার মাওলানা আবু বক্কর ভুইয়া, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব, কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম