ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর দুটি গ্রামের দাঙ্গাবাজদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমান টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকসার ধাক্কায় একজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার নাটাই ও ভাটপাড়া এ দুই গ্রামের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে রাতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। রাতে বেশ কয়েকটি দোকান ভাংচুর হয়। এর জের ধরেই বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয় গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘর ও দোকানপাট ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে। পরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল