জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপযাপন উপলক্ষে আগামী ১১ জানুয়ারি ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালা নিয়ে প্রেস ব্রিফিং করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সাংবাদিকদের জানান, আগামী শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা হবে। বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস।
বিডি-প্রতিদিন/শফিক