দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূ মোছা. মোস্তানা আফরিন মিলির করা যৌতুক মামলায় স্বামী মো. মামুন আলী ও শ্বশুর মো. সাগীর আলীকে আটক করা হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সাবেক পৌর কমিশনার ও কাপড় ব্যবসায়ী মো. সাগীর আলী (৭০) ও তার ছেলে মামলার বাদী মোছা. মোস্তানা আফরিন মিলির স্বামী ফুলবাড়ী উপজেলার সিদ্দিসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন আলী (৩৭)।
জানা যায়, বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মোছা. মোস্তানা আফরিন মিলির সাথে গত ২০১৪ সালের ২৪ জানুয়ারি ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী গ্রামের সিদ্দিসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন আলী (৩৭) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরর্বতীতে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এর মধ্যে মিলির স্বামী মামুন আলী যৌতুকের দাবিতে তার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে কলহ বাঁধে। এরই এক পর্যায়ে গৃহবধূ মোছা. মোস্তানা আফরিন মিলি বাদী হয়ে গত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।
ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, মোছা, মোস্তানা আফরিন মিলি দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত মামলার আসামি মো. সাগীর আলী ও তার ছেলে মামুন আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন। ওই গ্রেফতারি পরোনায় গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই পিতা-পুত্রকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম