মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বছরের প্রথম কর্মসূচি হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে কৃষক সেবা কেন্দ্র। কৃষক সেবা কেন্দ্র চালুর ফলে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এছাড়াও কৃষক সেবা কেন্দ্র বিশ্ববিদ্যালয় ও কৃষকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্যাম্পাসে কৃষক সেবা কেন্দ্র উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কৃষক সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মু. আবুল কাসেম এসব কথা বেলন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, জাতির জনক স্বপ্ন দেখতেন এদেশের কৃষকদের নিয়ে, মেহনতি মানুষদের নিয়ে। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কৃষক সেবা কেন্দ্র বিশ্ববিদ্যালয় ও কৃষকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং দিনাজপুর অঞ্চলসহ দেশের উত্তরাঞ্চলের কৃষকরা এর দ্বারা উপকৃত হবেন। তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আসবেন আমরা সে অনুযায়ী কাজ করবো, কৃষকদের সাথে মাঠে যাব। এ জন্য ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তা পদায়ন করা হয়েছে, ভবিষ্যতে আরও জনবল নিয়োগ দেয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের মাঠে যৌথভাবে কৃষি গবেষণা কাজ পরিচালনা করা হবে, এর থেকে যা ফলন আসবে সেটা কৃষকরাই পাবেন। এছাড়াও বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানায় সবজি উৎপাদনের প্রতিযোগিতামূলক প্রদর্শনী খামার স্থাপন করা হবে। এতে করে শিক্ষার্থীরা হাতে কলমে সবজি চাষ করার সুযোগ পাবে, তেমনি উৎপাদিত সবজি খেতে পারবে ও উৎপাদিত ফসল বাজারজাত করে প্রতিষ্ঠানের তহবিল বৃদ্ধি করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন (ডি.এ.ই) এর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল ওয়াজেদ, উপ-পরিচালক (হর্টিকালচার সেন্টার) প্রদীপ কুমার গুহ এবং উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু জামান সরকার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন