টাঙ্গাইলের নাগরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এক অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহকে না জানালেন। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ ও নিরসনের লক্ষে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিবাহকে না করেন শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আমান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার ওসি তদন্ত মো. গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালামা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন