বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পৌর এলাকায় আনন্দ র্যালি করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার ১৭০টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয়করণের ৭ বছর পূর্তী উপলক্ষে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তৎকালিন বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ র্যালিতে নেতৃত্ব দেন। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘোষণায় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ জাহাঙ্গীর হোসেন, নির্মল চন্দ্র, কল্পনা রানী মন্ডল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা প্রাথমিকস্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করায় এবং মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন