কক্সবাজারের টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ সাহেনা আক্তার (১২) নামে এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটের পশ্চিম দিকের একটি পাহাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরী হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১০৬৯ নং শেডের ১ নং রুমের ৬১১৯৫ নং এমআরসিধারী মো. আব্দুলাহর মেয়ে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, অজ্ঞাত সন্ত্রাসীরা এই কিশোরীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে জঙ্গলে ফেলে যায়। তার গলায় মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নিহত কিশোরী রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিল বলে জানায় তার পরিবার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন