জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শিল্প সাহিত্য সেবা মেলায় সেলাই মেশিনও হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। এসময় ৬৫৯টি বই, ১২২টি সেলাই মেশিন, ৩২টি হুইল চেয়ার বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলা পরিষদের নিজস্ব তহবিল ও এডিবির সাধারণ বরাদ্ধ থেকে এসব পণ্য বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম