প্রধানমন্ত্রী কর্তৃক সমাজসেবা অধিদপ্তরকে “ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর অ্যাওয়ার্ড” এ ভূষিত করায় বগুড়ায় আনন্দ র্যালি করেছে সমাজসেবা কার্যালয়। তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আইসিটি খাতে অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই শ্রেষ্ঠ অধিদপ্তর অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়।
সমাজসেবা কার্যালয় বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির পূর্বে জেলা প্রশাসন চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে মানুষের দ্বারপ্রান্তে। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অবহেলিত মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন