পাবনায় অনিক (১৬) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অনিক পাবনা সদর উপজেলার চরশিবরামপুর গ্রামের ইছহাক আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে চরের মধ্যে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাবনা সদর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন