নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সুখচর ইউনিয়নের মৌলভির চর থেকে নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকাল সাড়ে ১০টায় গ্রেফতার ডাকাতদের হাতিয়া থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
হাতিয়া কোস্টগার্ডের লে. কমান্ডার মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম