ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়নের এক ইউপি সদস্য স্বপন হোসেন (৩৭) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের ভাই মিল্টন বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে মারাত্বক আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি হওয়ায় তাকে ঢাকায় রিফার্ড করা হয়েছে। নিহত ও আহত দুই ভাই উপজেলার মান্দার বাড়িয়া গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রাত ৯টার দিকে নিজ বাড়ির সামনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতে পুড়াপাড়া বাজার থেকে ইউপি সদস্য স্বপন বাড়ি ফিরছিল। বাড়ির সামনে আসা মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্য স্বপনকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় তার ভাই মিল্টন বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন জানান পাওয়া টাকা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছি। আমরা তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ