রংপুরের বিভিন্নস্থানে ২০ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরুলিয়া গ্রামে ট্রাক্টরের ফলায় পৃষ্ঠ হয়ে তছির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ কৃষক মারা যায়।
এদিকে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর সদরের পালিচড়া নয়াপাড়ায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মহুবার রহমান (৫০) নামের এক শ্রমিক। এসময় ৩ শ্রমিক আহন হন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় রংপুর মহানগরীর বুড়িরহাট খামার এলাকায় পিকআাপের ধাক্কায় গোলজার (৪০) নামের এক রিকশা চালক মারা যান। এসময় দুই রিকশা আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, শুক্রবার বেলা সাড়ে ১০ টায় পীরগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। মোটরসাইকেল যোগে তিনি পীরগঞ্জ যাওয়ার পথে মহাসড়কে উঠা মাত্রই দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন