পঞ্চগড়ের মুক্তিযোদ্ধার মায়েদেরকে 'রত্নগর্ভা' উপাদিতে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধার ৪০ জন জীবিত মাকে এ সম্মাননা জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে মায়েরা যে ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা হয় না। তাই মনে হয়েছে মায়েদের সম্মানিত করা প্রয়োজন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলিম খান ওয়ারেশী, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার ওয়ায়সুল কোরায়সী। অনুষ্ঠানে জেলার ৪০ জন মুক্তিযোদ্ধার জীবিত মাকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার হিসেবে চাদর তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব