পটুয়াখালীর কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এক আলোচনা সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা’র সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. জাহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন