১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আর নয় অস্থায়ী ক্যাম্পাস, চাই মোরা স্থায়ী ক্যাম্পাস’ এই দাবিকে সামনে রেখে নেত্রকোনা মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ায় দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার রঞ্জন কুমার কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই কলেজের স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে ৫০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে।
শীঘ্রই অবকাঠামো উন্নয়নে কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ আরও অনেকেই।
২০১৮ সালে মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার পর প্রথম বর্ষে ৫০ জন ও দ্বিতীয় বর্ষে ৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার রঞ্জন কুমার কর্মকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন