নাটোরের রাজশাহী সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চকরামপুর এলাকার প্রতিষ্ঠানের সমনে নাটোর-পাবনা মহাসড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার কে এম আব্দুল মোমিন, ডীন প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী, ছাত্র উপদেষ্টা আরমান আলী ও নিহতের বাবা আফাজ উদ্দিনসহ শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন