বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে মুজিববর্ষের ক্ষণগণনা উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসক তন্ময় দাস র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।
জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগে, বিভিন্ন সরকারি দপ্তর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিটি জেলা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে ‘চিরঞ্জীব শেষ মুজিব’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন