বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় ক্ষণগণনার কর্মসূচি সাংবাদিকদের অবহিত করতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মুজিববর্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। গৃহিত কর্মসূচির মধ্য রয়েছে শতমোমবাতি প্রজ্বলন, বৃঙ্গবন্ধুর আত্মজীবনী আলোচনা, দেশজসংস্কৃতি অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।
সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ‘মুজিব অঙ্গন’ এ। বিশেষ কর্মসূচির মধ্য-২৪ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ‘মুজিববর্ষে মুজিবকে জানুন’ শিরোনামে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের টুঙ্গিপাড়া সফর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন