কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে এস.আই সফিকুল ইসলাম, এস.আই ফরিদ ও এ.এস.আই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঢালুয়া ইউপি’র ঢালুয়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহাজালাল ওরফে কালু তার স্ত্রী নারগীস বেগম, পৌর সদর কেন্দ্রা গ্রামের ওমর ফারুক, শাহাজালাল, মিলন, সুমন, কাউছার, নতুন হরিপুর গ্রামের নজরুল ইসলাম ও হেসাখাল ইউপি’র হেসাখাল গ্রামের রাশেদের স্ত্রী রহিমা বেগম।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৯ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল