কুমিল্লার লাকসামে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত এবং মিয়ানমার সরকার কর্তৃক রাষ্ট্রীয় পদকে ভূষিত মহামান্য দশম সংঘরাজ পন্ডিত প্রবর জ্যোতিঃপাল মহাথেরোর ১৭তম অন্তোষ্টিক্রিয়াবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুদ্ধপূজা, সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার বরইগাঁও সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য মহা বৌদ্ধবিহার কমপ্লেক্সে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা কনকস্তপ বিহারাধ্যক্ষ শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথেরোর সভাপতিত্বে ও লাকসাম উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ফনিভূষণ সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বংকিম চন্দ্র বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ সাধন মিত্র সিংহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কল্যাণ মিত্র বড়ুয়া, দীপাল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা নৃপেন্দ্র চন্দ্র সিংহ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল, বরইগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল হাই, বরইগাঁও অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সাহা, কান্দিরপাড় ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমল সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল