বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা জেলা প্রশাসক।
সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনায় কর্মরত সাংবাদিকদের জেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপনের বছরব্যাপী নানা কর্মসূচির কর্মপরিকল্পনার দিক তুলে ধরেন জেলা প্রশাসক কবীর মাহামুদ।
জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাব সভাপতি শিবজিদ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক সুশিল তরফদার, প্রেসক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমানসহ প্রমুখ। এছাড়াও সংবাদ সম্মেলনে পাবনা জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষে পাবনা জেলার সকলস্থানে মুজিববর্ষের ডিজিটাল প্রচার বিলবোর্ড স্থাপন, সরকারি-বেসকরারি জলাশয় ও সড়কের পাশে বৃক্ষরোপণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের আর্থিক সহায়তা প্রদান, সরকারি কল সেন্টার হেল্পলাইন ট্রিপলথ্রীর কার্যক্রমরে উদ্বোধনসহ শহরের গুরত্বপূর্ণ স্থানে পাঁচটি টিভি স্ক্রীনে প্রজক্টেরের মাধ্যমে সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী প্রচার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে শহরের প্রতিটি স্থাপনাসহ সরকারি সকল বিভাগের অফিস আদালত আলোক সজ্জার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকেল তিনটা থেকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার সকল স্থরের সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়সহ বিকলে পাঁচটা ক্ষণগণনার যন্ত্রের শুভ উদ্বোধন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের পরে রাতে আতশবাজির মধ্যদিয়ে শুরু হবে মুজিববর্ষের পূর্ব প্রস্তুতির সার্বিক আয়োজন। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা নয়টি উপজেলায় একযোগে ক্ষণগণনার যন্ত্রের কার্যক্রম শুরু হবে।
এ সময় তিনি সাংবাদিকদের বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীর সকল অনুষ্ঠান ও কর্মসূচির প্রচারের জন্য অনুরোধ জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন