বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহের লিখিত বক্তব্য পাঠ করে শুনান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. মো: খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এনএসআই এর উপ-পরিচালক মো: হুমায়ুন কবির প্রমুখ।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসহ সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন