চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিববর্ষের অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বিকেলে শিবগঞ্জ উপজেলা চত্বরে মুজিববর্ষের অনুষ্ঠান চলার সময় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ইটের আঘাতে ছাত্রলীগ কর্মী প্রকাশ আহত হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, শিবগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন