জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বোয়ালমারী পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল প্রমুখ।
এছাড়াও সাইকেল র্যালি, বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী, ক্ষণগণনা ঘড়ি স্থাপন ও শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন