জামালপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের জামালপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষ্মী কান্ত পন্ডিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে র্যাবের সহকারী পুলিশ সুপার জোনাইন আফ্রাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, সাংবাদিক অজয় দাসগুপ্ত, জামালপুর শাখার সাধারণ সম্পাদক রমেন বনিক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নিবিশেষে সকল মানুষ এদেশের নাগরিক, সবাই সমান অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/কালাম