বরিশাল-ঢাকা রুটের মেঘনা নদীতে দুই লঞ্চে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থার অতিরিক্ত পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলামকে আহবায়ক করে সোমবার সকালে গঠিত ৪ সদস্যের এই কমিটিকে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ এবং পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর সুপারিশ দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দু’যাত্রী নিহত ও কয়েকজন যাত্রী আহত হয়। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও তলা ঠিক রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক