নরসিংদীতে ২য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আলামিন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে পলাশ উপজেলার মাজেরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার সকালে আলামিনকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা।
জানা গেছে, গুরুতর অবস্থায় ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে বখাটে আলামিন মুখ চেপে ধরে একটি কলা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। সেখানে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় ঐ বখাটে। পরে বহু খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ও পরে অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে সোমবার রাত ১১টার দিকে শিশুটিকে ঢামেকে পাঠানো হয়। এ ঘটনায় সোমবার সকালে আলামিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা।
হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে নির্যাতিত শিশুটি বলেন, স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পথে লোকটা আমার বাবার না জানতে চায়। একপর্যায়ে আমার মুখে চাপ দিয়ে অন্ধকার একটি কলা ক্ষেতে নিয়ে যায়। সেখানে নিয়ে....।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, নরসিংদীতে অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই। ঘটনার পরপরই নির্যাতিতাকে সহায়তার জন্য পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়। এবং তাৎক্ষণিক আমরা পলাশ উপজেলায় অভিযানে নামি। পরে রাতেই ধর্ষক আলামিনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক