ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওয়ার টিলারের চাপায় হোসেন (০৪) নামে এক শিশুর প্রাণহানি হয়েছে। সোমবার সকালে পৌর শহরের মসজিদপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হোসেন মসজিদপাড়া গ্রামের মুসা মিয়ার ছেলে।
পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম শিশু জানায়, সকালে পিঠা কেনার জন্য শিশু হোসেন বাড়ি থেকে সড়কে বের হলে বালুভর্তি পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে সে। পরে স্থানীয় লোকজন আহত শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আমরা ঘাতককে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।
বিডি-প্রতিদিন/শফিক