বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ নিয়ে শুধু আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ বর্ষকে অবলম্বন করে গোটা দেশে শিক্ষার মান উন্নয়ন ও ভীত মজবুত করতে হবে।’
সোমবার বেলা ১২টায় মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, ‘মুজিব বর্ষের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে প্রাথমিক স্তরের শিক্ষকদের অধিক আন্তরিক হতে হবে। ‘নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরজ্ঞান দানের মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা’ প্রতিপাদ্যে আসন্ন মুজিববর্ষের এ লক্ষ্য ও উদ্দেশ্য দেশব্যাপী বাস্তবায়ন করতে হবে।’
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তাগণ ও ৩০৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক