মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর বড় বাড্ডা গ্রামের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে নির্যাতিতা কলেজ ছাত্রীর মা। আজ সোমবার সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে অভিযুক্তদের বিচার ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছে নির্যাতিতার মা।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর বিকালে ওই কলেজ ছাত্রীকে জোড়পূর্বক গণধর্ষণের চেষ্টা করে একই এলাকার মামুন ফকির, শাকিল হাওলাদার, শাওন ঘোষ, সাইফুল খান ও মাজাহারুল ফকির। পরে জরুরী সেবা নম্বর ৯৯৯ কল করলে ঘটনাস্থল থেকে মামুন ফকির, শাকিল হাওলাদার, শাওন ঘোষকে পুলিশ আটক করে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর মা। সেই মামলায় মামুন ফকির ও শাওন ঘোষকে জেলা হাজতে প্রেরণ করে পুলিশ। তবে শাকিল হাওলাদার পুলিশ কনেস্টবল হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয় বলে দাবি মামলার বাদীর।
এদিকে, মামলার আসামি পুলিশ কনেষ্টবল শাকিলসহ অন্য আসামিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে আছে নির্যাতিতা কলেজ ছাত্রীর পরিবার। পুলিশ কনেষ্টবল শাকিল বিভিন্নভাবে হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ করে নির্যাতিতা কলেজ ছাত্রীর মা জানান, মামুন ফকির ও শাওন ঘোষ ২০১৫ সালেও একবার আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সেই ঘটনায় মামলা হলে সেই মামলাও আদালতে চলমান রয়েছে। এরা দীর্ঘদিন থেকেই আমার মেয়েকে উত্তক্ত্য করে আসছে। এদের কারনে অতিষ্ট হয়ে আমার মেয়েকে ঢাকার একটি কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু তাতেও রক্ষা হয়নি। আমি এর বিচার চাই। আমি দ্রুত পুলিশ কনেষ্টবল শাকিলসহ সব আসামিদের গ্রেফতারের দাবি জানাই।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, এই ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ