মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা, দুঃস্থ ও শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে ও শুভ্র সেন্টারে এই শীতবন্ত্র বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এ সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহামন শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, ডায়াবেটিক সমিটির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ও সদর উপজেলার নির্বাহী অফিসার আসমাউল হুসনা লীজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঈদের সময় কাপড়, অন্য সমস্যা হলে চাল-ডাল নিয়ে হাজির হয়। কিন্তু বিএনপি জামায়াতের লোকজনকে খুঁজে পাওয়া যায় না। যারা আপনাদের কথা ভাবে, সাহায্য করে এবং পাশে দাঁড়ায় আপনারা তাদের সাথে থাকবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব