হবিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর খোয়াই নদী থেকে ইসমাইল হোসেন হৃদয় (১২) নামে পঞ্চম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সদর থানার একদল পুলিশ সদর উপজেলার চরহামুয়া এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর কিনারা থেকে তার লাশটি উদ্ধার করে।
নিহত ইসমাইল হোসেন হৃদয় উত্তর তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। হৃদয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
ইসমাইল হোসেন হৃদয়ের চাচা হাবিবুর রহমান জানান, গত ১০ জানুয়ারি নিখোঁজ হয় হৃদয়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। বিজ্ঞপ্তিও দেয়া হয়েছিল। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার নদীতে তার লাশ পাওয়া গেছে।
শায়েস্তাগঞ্জ ইউপি মেম্বার শামীমুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে এক শিশুর লাশ নদীতে ভাসমান অবস্থায় রয়েছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান লাশটি যে স্থানে রয়েছে সেটি সদর উপজেলার আওতাধীন। তাই সদর থানা পুলিশকে তিনি অবগত করেন।
স্থানীয়রা জানায়, লাশটি ১৪-১৫ বছরের কিশোর হবে। তবে তারা শুনেছেন ৩ দিন আগে হবিগঞ্জ শহরে মাইকিং হয়েছে এ বয়সের একটি ছেলে হারিয়েছে। তাদের ধারণা হারানো কিশোরটি হতে পারে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, লাশটি হারানো শিশু ইসমাইল হোসেন হৃদয়ের। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম