বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার বলেছেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে। তার মানে এই নয় যে মনগড়া সংবাদ পরিবেশন করবেন। যারা সংবাদ কর্মী আছেন তারা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গঠনমূলক সাংবাদিকতা করবেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মুজিববর্ষের সংবাদগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মুসতারি কাদরি ও জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। স্বাগত বক্তৃতা করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
বিডি প্রতিদিন/হিমেল