চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশনে স্বজনদের ফেলে যাওয়া শতবর্ষী অজ্ঞাত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন দুই পুলিশ সদস্য। সেই সাথে ওই বৃদ্ধার দায়িত্বও নিয়েছেন তারা।
আজ সোমবার সকালে তাকে উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন গোমস্তাপুরে ডিএসবিতে কর্মরত পুলিশ সদস্য নুরুন্নবী ও রহনপুর তদন্ত কেন্দ্রের এমসআই তৌহিদুল।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে রহনপুর রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে শতবর্ষী অজ্ঞাত এক বৃদ্ধাকে স্বজনরা ভ্যান গাড়িযোগে প্লাটফর্মে ফেলে রেখে যায়। এরপর থেকে স্টেশন চত্ত্বরের একটি গাছের পাশে শীতে কাঁপছিলেন তিনি। শীত থেকে বাঁচতে তিনি খড়ের বিছানা করে শুয়ে ছিলেন। ঠাণ্ডায় কোনো কথা বলতে না পাড়ায় তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায় নি। তার পরনে একাটি পুরোনো উলের সুয়েটার, সাথে একটি কম্বল ছিল। কেউ তাঁর কোনো খোঁজ-খবরও নেয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার