মানিকগঞ্জের শিবালয়ে মাছ ও মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেগাফিড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, সোমবার দুপুরে হঠাৎ কারখানার কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিউল ইসলাম জানিয়েছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনে কারও হতাহতের ঘটনা ঘটেনি। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন