নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেল সাদেক আলী নামের কৃষকের তিন বিঘা জমির আখক্ষেত। রবিবার বিকালে উপজেলার স্বরূপপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাদেক আলী ওই গ্রামের মৃত আ. গণি মন্ডলের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাদেক আলী জানান, তিনি স্বরূপপুর গ্রামের মাঠে আব্দুল ওয়াহাবের জমি বর্গা নিয়ে কয়েক বছর থেকে চাষাবাদ করেন। এবার ওই জমিতে তিনি আখ রোপন করেন। ঘটনার দিন স্থানীয়রা তার জমিতে আগুন দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে তিনি ছুটে গিয়ে তার জমিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি ধারণা করেন, পথচারীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটতে পারে। এতে তার তিন বিঘা জমির আখ পুড়ে গেছে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত ফিরোজ আহম্মেদ অগ্নিকাণ্ডের সততা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার