সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারীর নতুন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও জুয়ামুক্ত নীলফামারী জেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চান এসপি মোখলেসুর রহমান। তিনি বলেন, এটা শুধু আমার কিংবা জেলা পুলিশের পক্ষে সম্ভব নয়। এ জন্য ‘টিম নীলফামারী’ গঠন করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার মাধ্যমে নীলফামারীকে নিরাপদ জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ পুলিশ পদক ও প্রেসিডেন্ট পুলিশ পদকপ্রাপ্ত এই কর্মকর্তা। তিনি বলেন, পুলিশ জনবান্ধব হিসেবে কাজ করার যে প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে, তার সুফল পাবেন এখানকার মানুষ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রবিউল আলম ও রুহুল আমিন এবং নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মোমিন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে হাসান রাব্বী প্রধান, নিখিল ভুবন রায়, নুর আলম, মিল্লাদুর রহমান মামুন, অনিকেত রায়হান বক্তব্য দেন।
মোখলেসুর রহমান ১০ জানুয়ারি নীলফামারীতে যোগ দেন। এর আগে তিনি ডিএমপিতে উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করন।
বিডি প্রতিদিন/আল আমীন