“রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি”-প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ের ওপর দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমরাব সকাল ১০টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিক এ ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এ ওরিয়েন্টেশনের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাসার তালুকদার।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল খায়ের মাহম্মুদ রাসেল ও পিরোজপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ