দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ী ও এক মুদি দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের স্টেশন বাজার ও ঢাকা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে পানি রাখার অভিযোগে ফুলবাড়ী স্টেশন বাজারের ওসমান হোটেলের সত্বাধিকারী মো. ওসমান আলী (৪৮)-কে ৩ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখায় ঢাকা মোড়স্থ জাফরান রেস্টুরেন্টের সত্বাধিকারী গোলজার আলী (৫৫)-কে ৩ হাজার টাকা জরিমানা ও যৌন উত্তেজক সিরাপ রাখার অভিযোগে একই স্থানের বুলবুল স্টোরের সত্বাধিকারী মো. বুলবুল (৩৪)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কম্পিউটার অপারেটর এরশাদ আলী, উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত ও সঙ্গীয় টাস্কফোর্স।
এদিকে, আরেক ঘটনায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিনজন জুয়াড়ির প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন এ রায় প্রদান করেন।
জুয়াড়িরা হলেন বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে আববাস আলী (৩০), মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ কুদ্দুস আলী (২২) ও ঘোষপাড়া গ্রামের শমমন ঘোষ (২৬)।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ