হবিগঞ্জের আজমিরীগঞ্জে সৌলরী এসইএসডিপি মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং ও বাল্য বিয়েসহ অপরাধরোধে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে সোমবার এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা।
অনুষ্ঠানে অপরাধের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন তরফদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম