বগুড়ায় রুমা খাতুন (৩৩) নামের এক নারী আত্মহত্যা করেছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলদীঘি উত্তরপাড়ায় তিনি আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার জুয়েল খানের স্ত্রী।
জানা গেছে, নাটোর জেলার সিংড়া থানার সতর গ্রামের বাসিন্দা জুয়েল খান বগুড়া শহরের ফুলদীঘি উত্তরপাড়ায় মাহফুজার রহমানের বাড়িতে বসবাস করেন। জুয়েল এসেনশিয়াল ড্রাগস কোম্পানীর কর্মচারী। রবিবার রাতে পারিবারিক কোন এক ঘটনায় শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রুমা। পরে দীর্ঘক্ষণ কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ ঝুলতে দেখে জুয়েল। সে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, রাত নয়টার দিকে পাশের রুমে গিয়ে গৃহবধূ আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার