বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে দুর্বৃত্তরা দুটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধন করেছে। এ ঘটনায় পুকুর দুটির কয়েক লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে মাছ চাষীরা। রবিবার রাতে উপজেলার পারশুন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, নন্দীগ্রামে উপজেলার পারশুন গ্রামে মাছ চাষী হেলাল উদ্দিনের নিজম্ব ২০ বিঘা আয়তনের দুটি পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলে।
মাছ চাষী হেলাল উদ্দিন বলেন, শত্রুতাবসত কেউ এ ঘটনা ঘটিয়েছে। কয়েক দিন পরই মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন দুইটি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ার নন্দীগ্রামে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব