বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, দিনাজপুর ইউনিট।
আজ সোমবার জেলা আইনজীবী সমিতির চত্বরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আইনুল হক। আরও বক্তব্য রাখেন এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. একরামুল আমিন, এ্যাড. এমাস আলী, এ্যাড. খয়রাত আলী, এ্যাড. আনোয়ারুল আজিম খোকন, এ্যাড. আব্দুল বাকি, এ্যাড. গোলাম ফারুক, এ্যাড. মেনহাজুল আবেদীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ