হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার সংস্কার কাজ ও সৌন্দর্য বর্ধণের উদ্বোধন করা হয়েছে। সোমবার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সুশেনজিৎ চৌধুরী, আব্দুল কদ্দুস সেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী ও জেলা পরিষদ সদস্য নজমুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম