দিনাজপুরের চিরিরবন্দরে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুরসালিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মুরসালিন (২১) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির মথুরাপুর গ্রামের নূর হোসেনের ছেলে।
গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির মথুরাপুর গ্রামে নির্মাণাধীন একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করার পর মঙ্গলবার সন্ধ্যায় মুরসালিনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে ওই শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলাধুলা করার সময় প্রতিবেশী মুরসালিন ওই শিশুকে ফুঁসলিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে মুরসালিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম