বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের জন্মশতবর্ষে পঞ্চগড়ে তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে মুজিববর্ষ উদযাপন করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানবতার জানালা শীর্ষক এই সেবায় প্রতিদিন জেলার বিভিন্ন গ্রামে ডাক্তার পৌঁছে যাচ্ছেন। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
গত ২ জানুয়ারি এই কর্মসূচির আয়োজন করে দারিদ্র কল্যাণ সংস্থা। ডাক্তার এসেছে বাড়িতে, চিকিৎসা নেবো ফ্রি-তে এই প্রতিপাদ্য নিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পিং করছে সংগঠনটি। প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলার প্রান্তিক এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি এসময় স্কুল শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এই স্বাস্থ্য ক্যাম্পে চা শ্রমিক, পাথর শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত দরিদ্র মানুষদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর উপজেলার ডিয়াবাড়ি এলাকার কৃষিশ্রমিক মালেকা বানু জানান, বাড়ির পাশে ডাক্তার এসেছে। শরীরে ব্যাথা। বিনা পয়সায় চিকিৎসা নিয়েছি। সংস্থাটির কর্মকর্তারা জানান, এ পর্যন্ত প্রায় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
দরিদ্র কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. শাহ্ জালাল জানান, আমরা নিজস্ব অর্থায়নে বছরব্যাপী মুজিববর্ষ উপলক্ষে জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাবো। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সমাজের পিছিয়ে পড়া এসকল নিম্ন আয়ের মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করতে না পারলে আমরা অনেক পিছনে পড়ে যাব। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সকলকে সাথে নিয়ে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার